Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

                                                                                          সিটিজেন চার্টার

যে কোন দেশের আর্থ সামাজিক উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে সে দেশের কর্মক্ষম জন শক্তি । আর এ জনশক্তির সব চেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সে দেশের যুব সমাজ । জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সম্পৃক্ততার উপর অনেকাংশই নির্ভরশীল । কর্মপ্রত্যাশী অনুৎপাদনশীল যুব সমাজকে সুসংগঠিত ,সুশৃংখল এবং উৎপাদনমূখী শক্তিতে রুপান্তরের লক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় সৃষ্টি করে , পরবর্তীতে যার নামকরণ করা হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশ ব্যাপী যুব কার্যক্রম বাস্তবায়নের জন্য ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর সৃষ্টি করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের ‍ভিশন

অনুৎপাদনশীল যুব সমাজকে সুসংগঠিত ,সুশৃঙ্খল এবং উৎপাদনমূখী শক্তিতে রূপান্তর করাঃ

দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুবদের কর্মসংস্থান কিংবা স্ব-কর্মসংস্থানে নিয়োজিত করা ।

 

যুব উন্নয়ন অধিদপ্তরের সেবা সমূহঃ

প্রশিক্ষণ সংক্রান্ত সেবা

উপজেলা কর্তৃক পরিচালিত বিভিন্ন মেয়াদি ( 04/14/21 দিনে ) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সংক্ষিপ্ত  বিবরণ নিন্মরূপঃ

ক্রমিক নং

প্রশিক্ষন কোর্সের বিষয়

ক্রমিক নং

প্রশিক্ষন কোর্সের বিষয়

01

পারিবারিক হাঁস-মুরগী পালন

13

রান্না করন

02

গাভী পালন

14

মোমবাতি তৈরী

03

গরু মোটাতাজাকরন

15

হস্তশিল্প/তাঁত শিল্প

04

ছাগল পালন

16

বিউটিফিকেশন

05

মৎস্য চাষ

17

মৎ শিল্প

06

মাসরুম চাষ

18

সবজী বাগান / তরকারী বাগান

07

নার্সারী

19

ফলের বাগান / বনায়ন সৃজন

08

বাটিক ও ব্লক প্রিন্টিং

20

বয়লার

09

নকশী কাঁথা

21

লেয়ার

10

পোষাক তৈরী

22

বাঁশ ও বেতের কাজ

11

এমব্রয়ডারী

23

মৌ চাষ

12

ওয়ালম্যাট তৈরী

24

মোবাইল সার্ভিসিং

এ ছাড়াও স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্যান্য ট্রেডেও প্রশিক্ষণ প্রদান করা হয়ে খাকে।

 

প্রতিষ্ঠানিক প্রশিক্ষণের সংক্ষিপ্ত বিবরনঃ

প্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সটি যুব প্রশিক্ষণ কেন্দ্র মাগুরাতে ২ মাস ১৫ দিন মেয়াদে হয়ে থাকে এর বিষয় বস্ত হলো গবাদীপশু, হাঁস-মুরগী পালন ,মৎস্য চাষ এবং এদের প্রাথমিক চিকিৎসা ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ । এই প্রশিক্ষণে অংশ নিতে হলে সংশ্লিষ্ঠ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মাধ্যমে জেলা কার্যালয়ে প্রশিক্ষণার্থীদের পাঠানো হয়ে থাকে । উল্লেখ্য এই প্রশিক্ষণ কোর্সটি সম্পর্ণ আবাসিক ।

 

অনাবাসিক প্রশিক্ষণের সংক্ষিপ্ত বিবরণঃ

এই কার্যক্রমটি উপজেলা কার্যালয় সমূহের সহযোগিতায় জেলা কার্যালয় বাস্তবায়ন করে থাকে ।প্রশিক্ষণ কোর্সর বিষয়সমূহ নিম্নরুপঃ   

ক্রমিক নং

প্রশিক্ষণ কোর্সের বিষয়

প্রশিক্ষণ কোর্সের মেয়াদ

শিক্ষাগত যোগ্যতা

01

কম্পিউটার বেসিক কোর্স

৬ মাস

নূন্যতম এইচ এস সি পাশ

02

ইলেট্রিকাল এন্ড হাউজ ওয়্যারিং

৬ মাস

নূন্যতম ৮ম শ্রেণী পাশ

03

রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং

৬ মাস

নূন্যতম এস এস সি পাশ

04

ইলেকট্রনিক্স

৬ মাস

নূন্যতম এস এস সি পাশ

05

পোষাক তৈরী

৪ মাস

নূন্যতম  ৮ম শ্রেণী পাশ

06

মৎস্য চাষ বিষয়ক

১মাস

নূন্যতম ৮ম শ্রেণী পাশ

ঋণঃ

ক)পরিবার ভিত্তিক ঋণঃ

 পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচী ঋণের ক্ষেত্রে একই পরিবারের ৫ (পাঁচ) জন সদস্যকে নিয়ে গ্রুপ গঠন করা হয় এবং ৮ থেকে ১০ টি গ্রুপের সমন্বয়ে  ১ (এক) টি কেন্দ্র গঠন করে প্রাথমিক প্রশিক্ষণের পর একক ভিত্তিক ক্ষুদ্রঋন প্রদান করে থাকে । প্রতিটি গ্রুপের জন্য ১ (একজন) করে গ্রুপ প্রধান ১ জন কেন্দ্র প্রধান ও ১জন কেন্দ্র সচিব থাকে । প্রতি সদস্যকে ১ম দফায়  ১২০০০/=, ২য় দফায় =১৬০০০/= এবং ৩য় দফায় =২০০০০/= টাকা ঋণ প্রদান করা হয়ে থাকে।

 

খ) যুব ঋণঃ অত্র প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থান সৃষ্ঠির জন্য একক ভাবে প্রাতিষ্ঠানিক  ১ম,২য়, ও ৩য় দফায় যথাক্রমে   ৬০০০০/=, ৮০০০০/= ও ১০০০০০/= টাকা  এবংঅপ্রাতিষ্ঠানিক  ১ম,২য়, ও ৩য় দফায় যথাক্রমে   ৪০০০০/=, ৫০০০০/= ও ৬০০০০/= টাকা  ঋণ প্রদান করা হয়ে থাকে।

ঋণঃ

ক)পরিবার ভিত্তিক ঋণঃ

 পরিবার ভিত্তিক কর্মসংস্থান কর্মসূচী ঋণের ক্ষেত্রে একই পরিবারের ৫ (পাঁচ) জন সদস্যকে নিয়ে গ্রুপ গঠন করা হয় এবং ৮ থেকে ১০ টি গ্রুপের সমন্বয়ে  ১ (এক) টি কেন্দ্র গঠন করে প্রাথমিক প্রশিক্ষণের পর একক ভিত্তিক ক্ষুদ্রঋন প্রদান করে থাকে । প্রতিটি গ্রুপের জন্য ১ (একজন) করে গ্রুপ প্রধান ১ জন কেন্দ্র প্রধান ও ১জন কেন্দ্র সচিব থাকে । প্রতি সদস্যকে ১ম দফায়  ১২০০০/=, ২য় দফায় =১৬০০০/= এবং ৩য় দফায় =২০০০০/= টাকা ঋণ প্রদান করা হয়ে থাকে।

 

খ) যুব ঋণঃ অত্র প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থান সৃষ্ঠির জন্য একক ভাবে প্রাতিষ্ঠানিক  ১ম,২য়, ও ৩য় দফায় যথাক্রমে   ৬০০০০/=, ৮০০০০/= ও ১০০০০০/= টাকা  এবংঅপ্রাতিষ্ঠানিক  ১ম,২য়, ও ৩য় দফায় যথাক্রমে   ৪০০০০/=, ৫০০০০/= ও ৬০০০০/= টাকা  ঋণ প্রদান করা হয়ে থাকে।